জেলা প্রেসক্লাব পটুয়াখালী সভা কক্ষে কাজী টিভির শুভ উদ্বোধন ও মত বিনিময় সভা

জেলা প্রেসক্লাব পটুয়াখালী সভা কক্ষে কাজী টিভির  শুভ উদ্বোধন ও মত বিনিময় সভা

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধি ঃপটুয়াখালীতে iptv kazitv এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রেসক্লাবে গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টার সময়  আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মশিউর রহমান।তাদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয় প্রেসক্লাব ও কাজী টিভির পক্ষ থেকে।বিশেষ অতিথি ছিলেন কাজী টিভির আইন উপদেষ্টা এ্যাড. মোঃ মনির হোসেন।এছাড়াও কাজী টিভির সম্পাদক ও প্রজাশক মোসাঃ মোর্শেদা খানম (লিমা),উপদেষ্টা মোঃ আরিফুজ্জামান আরিফ,ব্যবস্থা পরিচালক মোঃ কাজী মামুন,জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সজিব হোসেন,স্টাফ রিপোর্টার মোঃ শামীম হোসেন লিটন,এনপিএস গণমাধ্যম মানবাধিকার কর্মী মোঃ নেছার উদ্দিন,জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান প্যাদা ও এস আল-আমিন খাঁন সহ অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় সত্যের পক্ষে গড়া জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকল সাংবাদিকদের সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করার লক্ষে সামনে  এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করতে বলেন এবং কাজী টিভির সম্পাদক প্রকাশক ও ব্যবস্থা পরিচালক সহ পটুয়াখালী জেলার সকল প্রতিনিধিদের এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে তাদের ভবিষ্যত পথ চলার শুভকামনা করেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে সুন্দর ও সুশীল সমাজ গড়তে সাংবাদিক কাজ করবে দেশ সেবা ও মুক্তিযুদ্ধের চেতনায় সকলের হয়ে এবং হলুদ সাংবাদিকতা,যুদ্ধ অপরাধী, দেশদ্রোহী, মাদককারী,সন্ত্রাস,দেশ সরকার ও সমাজবিরোধী অন্যাকারীর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে ন্যায়ের পথে লড়াইয়ের জন্য সংবাদ প্রচারের কাজ করার আহব্বান জানান।

কাজী টিভির সম্পাদক ও প্রকাশক জেলা প্রেসক্লাব ও তার রিপোর্টারদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বস্তনিষ্ট সংবাদ তুলে ধরতে সাংবাদিক মান রক্ষার্থে মহান পেষাকে দেশ সেবায় নিয়োজিত রেখে সব সময় সত্য প্রকাশের আহব্বান জানান। এবং কাজী টিভি সব সময় সত্য প্রকাশে অঙ্গীকার বদ্ধ।

এছাড়াও সাংবাদিক নির্যাতন বন্ধ করতে সঠিক সংবাদ প্রচারে বাধা হলে আইনানুক সহযোগীতার কথা বলেন আইন উপদেষ্টা এ্যাড. মোঃ মনির হোসেন।

উপস্থিত সকল সাংবাদিকগন সভায় বক্তব্য প্রদান করে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সত্যের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জেলা প্রেসক্লাব পটুয়াখালী অঙ্গীকার বদ্ধতায় একাত্বতা প্রকাশ করেন।

সভার মতবিনিময় শেষে সম্পাদক ও প্রকাশক কাজী টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধিদের কার্ড প্রদান করেন।